খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
---
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ সোমবার ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের চাঁনমনিপাড়া ও মোগলটুলা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই গ্রামের ছোট ছেলেদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে উভয় পক্ষের খেলোয়ারদের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত মোঃহন্নান(২০)। মোঃরাসেল (১৯) মোঃকাউচার (১৬)। রাজিব ঠাকুর (২৬), শিপন ঠাকুর (২৭), নাঈম ঠাকুর(২৪) ও রাকিব ঠাকুর (২২) সহ অন্যান্য আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা জানান, এই ঘটনায় এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি।