উত্তর কোরিয়ার দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র
---
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করেছে বলে পিয়ংইয়ং যে দাবি করেছে তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার এই দাবিকে অবান্তর বলে উড়িয়ে দিয়েছে দেশটি।
এর আগে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ভূপাতিত করার অধিকার পিয়ংইয়ংয়ের রয়েছে বলে দাবি করে উত্তর কোরিয়া। এর পরপরই পিয়ংইয়ংকে উস্কানি দেওয়া বন্ধ করতে সতর্ক করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র বলেন, এ ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় মারাত্মক ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে।
এদিকে এই দুই রাষ্ট্রকে পরিস্থিতি শান্ত রেখে প্রতিক্রিয়া ব্যক্ত করার ও সতর্ক করার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
এর আগে সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো সাংবাদিকদের বলেছিলেন, ‘সারা বিশ্বের মনে রাখা উচিৎ যে যুক্তরাষ্ট্রই প্রথমে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পর নিউইয়র্ক ছেড়ে যাওয়ার সময় তিনি বলেন, তার দেশের আকাশসীমায় না থাকলেও পিয়ংইয়ংয়ের অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার।
এর দুই দিন আগে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান উত্তর কোরিয়ার আকাশসীমার কাছাকাছি ঘোরাঘুরি করেছিল।
জাতিসংঘে ট্রাম্প তার ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম-জং উনকে রকেটম্যান হিসেবে অভিহিত করেন। এরপর থেকেই দুই দেশের নেতার মধ্যে বাগযুদ্ধ শুরু হয়।