বুধবার, ১২ই জুলাই, ২০১৭ ইং ২৮শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

অন্যরা কষ্ট পাবেন, তাই এ গ্রামের ছবি তোলা নিষেধ

AmaderBrahmanbaria.COM
জুন ৭, ২০১৭
news-image

---

লাইফস্টাইল ডেস্ক : গ্রামটি ছবির মতো সুন্দর। দৃশ্যগুলো মনের গভীরে গেঁথে যায়। এত সুন্দর দৃশ্য বর্ণনা করা সত্যিই কষ্টকর! যদি কেউ গ্রামের দৃশ্যের বর্ণনা দেন, সে বর্ণনা শুনে কারো মনে সে গ্রামে যাওয়ার আগ্রহ জন্মাতেই পারে। কিন্তু যাদের আর্থিক সামর্থ্য নেই, তাদের ক্ষেত্রে কী হবে। মনে মনে কষ্ট পাবেন তারা। সে কারণে এই গ্রামের ছবি তোলা নিষেধ। কেউ যদি লুকিয়ে লুকিয়ে ছবি তোলেন, আর তা যদি প্রশাসনের নজরে আসে, তবে নির্ঘাত জরিমানা গুণতে হবে। কারণ, আপনি যে দৃশ্য দেখেছেন, সেই দৃশ্যের বর্ণনার পর অন্যরা যদি সেই দৃশ্য দেখার সুযোগ থেকে বঞ্চিত হন, তাহলে তারা মনে মনে কষ্ট পাবেন। তাই, ওই গ্রামের ছবি তোলা নিষেধ।

পুরো দেশটিই মনোমুগ্ধকর। তারপর ওই গ্রামটি যেন পটে আঁকা ছবি! দেশটির নাম সুইজারল্যান্ড। আর যে গ্রামটির কথা এতক্ষণ বলা হলো, সেই গ্রামটির নাম- আরপ ব্র্যাভুয়াঁ। ভীষণ সুন্দর! আমাদের কল্পনাকেও যেন হার মানায়! ভারতীয় `এইসময়` অনলাইন এবিষয়ে একটি ফটোফিচার তৈরি করেছে। সেটি অবলম্বনে এ ফিচার।

এ জাতীয় আরও খবর