g ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হয়েছে যে ভিডিওটি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ৩০শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হয়েছে যে ভিডিওটি

AmaderBrahmanbaria.COM
জুলাই ১২, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : ভিডিও শেয়ারিংয়ের ওয়েবসাইট ইউটিউবে দর্শক জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে ছিল সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’গানটি। ২০১২ সালে প্রকাশিত ভিডিওটি এখনো পর্যন্ত দেখা হয়েছে ২৮৯ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৬৭৩ বার। বিপুল জনপ্রিয় সেই গানটিকে পেছনে ফেলে এবার ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিওর তালিকায় অন্তর্ভুক্ত হলো ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’ নামে চলচ্চিত্রের একটি গান।

ওয়াইজ খলিফা ও চার্লি পুথের গাওয়া ‘সি ইউ এগেইন’ শিরোনামের গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে ২৮৯ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ৭৪৪ বার।

তৃতীয় স্থানে রয়েছে জাস্টিন বিবারের ‘সরি’ গানটি । এই গানটি দেখেছেন ২৬৩ কোটি ৫৫ লাখ ৫২ হাজার ৮৩৩ বার। বছর খানেক আগেই গানটি প্রকাশিত হয়।

‘সি ইউ এগেইন’ গানটি তারকা অভিনেতা পল ওয়াকারের স্মরণে গাওয়া হয়। ২০১৩ সালে গাড়ি দুর্ঘটনায় নিহত হন পল। সে সময় ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’ ছবিতে অভিনয়ের কাজ করছিলেন তিনি।