বৃহস্পতিবার, ১৩ই জুলাই, ২০১৭ ইং ২৯শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীকে ফিরোজচিকুনগুনিয়ায় ধরলে বুঝতেন এটা কি জিনিস

AmaderBrahmanbaria.COM
জুলাই ১২, ২০১৭
news-image

---

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, আজ সংসদে স্বাস্থ্যমন্ত্রী চিকুনগুনিয়া সম্পর্কে বললেন। কিন্তু চিকুনগুনিয়ায় যদি ধরতো তাহলে বুঝতেন এটা কি জিনিস। আপনি ওখানে বসতে পারতেন না। আমরা যারা সংসদে আছি জমও আসে না ভয়ের কারণে। আজ প্রতিটি ঘরে ঘরে সাধারণ মানুষ চিকুগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। ঢাকার সিটি কর্পোরেশনের কি কোনো জবাবদিহিতা করতে হয়েছে?

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অর্ডারে দাড়িয়ে তিনি এসব কথা বলেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, আজ প্রতিটি ঘরে ঘরে সাধারণ মানুষ চিকুগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বললেন হাসপাতাল খোলা আছে। কিন্তু মানুষের হাসাপাতালে যাওয়ার শক্তি নেই, অর্থ নেই। মানুষ মৃত্যুশয্যায় শায়িত। কারা দায়ী?

উল্লেখ্য, এরআগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংসদে ৩০০ বিধিতে দেয়া বক্তৃতায় বলেন, ‘মিডিয়াকে বলতে চাই, আপনারা অহেতুক আতঙ্ক সৃষ্টি করবেন না। এটা ভাইরাস, একটি সাধারণ ভাইরাস। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশী সময় লাগে না। তিন-চারদিন প্যারাসিটেমল খেলে, বিশ্রাম নিলে এবং পানি খেলেই সেরে যায়। আমাদের সরকার সবসময়ই সচেতন আছে। এ ধরনের রোগকে প্রতিরোধ করার জন্য যা যা করার দরকার তা আমরা করব।’

চিকনগুনিয়া রোগ ছড়িয়ে পড়লেও আতঙ্কিত হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জ্বর হলেই জনগনে চিকনগুনিয়া হয়েছে বলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ উদ্বেগ সঠিক নয়। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের পর্যবেক্ষনে দেখা গেছে, প্রতি ১১ জনের জ্বরের মধ্যে মাত্র ১ জন চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চিকনগুনিয়া কোন মারাত্মক রোগ নয়। আমাদের হাসপাতালগুলো সহায়তা দেয়ার জন্য প্রস্তুত আছে। হেল্প ডেস্ক আছে। যদি কোনো রোগী এ ব্যাপারে সতর্ক হতে চায় চিকনগুনিয়ার সাথে ডেঙ্গু রোগের পরীক্ষা করতে পারবে।’

এ জাতীয় আরও খবর