আশুগঞ্জে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
আরও : ঈদের প্রস্তুতি
আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি পাইপগান সহ মো. লোকমান হোসেন(৪০) নামে এক নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার সময় উপজেলার দূর্গাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত লোকমানের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, একদল ডাকাত সদস্য দূর্গাপুর এলাকায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দূর্গাপুর বাজারে অভিযান চালায়। এসময় লোকমান হোসেনকে ধরতে পারলেও তার সহযোগীরা পালিয়ে যায়। তিনি আরো জানান, লোকমানের বিরুদ্ধে আাশুগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা রয়েছে। এছাড়াও তাকে অস্ত্র আইনে আরো একটি মামলা সহ তিনটি মামলায় চালান দেয়া হবে।