সরাইলে হিন্দু সম্প্রদায়ের উৎসব বাড়িতে অগ্নিসংযোগ
---
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর পোস্ট অফিসপাড়ায় গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা হিন্দু সম্প্রদায়ের একটি বাড়ির জালানি কাঠের (লাকড়ি) ঘরে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর সকালে ঘটনার আলামত সংগ্রহ করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কামরুজ্জামান। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছেন আতঙ্ক ছড়ানোর জন্যই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দুস্কৃতবারীরা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে গ্রামের মলাই সাহার বাড়ির গোবিন্দ ধাম মন্দির সংলগ্ন একটি টিনের ঘরে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এসময় পরিবারের লোকজনের ঢাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুনে ওই ঘরের সামান্য অংশ পুড়ে গেছে। তবে এতে পরিবাারের লোকজনের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। আর খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক পড়েছে। মলাই সাহা বলেন, আমাদের বাড়িতে রয়েছে একটি উৎসব মন্দির। এখানে সারা বছরই উৎসব হয়। বুধবার রাতে আমার পরিবারের অনেক লোক সজাগ ছিল। এতে আমরা রক্ষা পেয়েছি। নইলে জালানি কাঠের আগুনেই আমাদের সর্বনাশ হতো। গ্রামের বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়া জেলা হিন্দু-বোদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা দিলিপ কুমার নাগ ক্ষোভের সাথে বলেন, গ্রামে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। আমি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি। ২০১০ সালের ফেব্রুয়ারী মাসেও এখানে এমন একটি ঘটনা ঘটেছিল। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সম্ভবত, একটি কুচক্রিমহল এলাকায় সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য এমনটি করেছে। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। সরাইল থানার ওসি রুপক কুমার সাহা বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আহইনগত ব্যবস্থা নেওয়া হবে।