আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান থেকে মোট আট কূটনীতিককে ফিরিয়ে নিচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। বুধবার ওই আট কূটনীতিক কর্মকর্তার পরিচয় প্রকাশ করে পাকিস্তান। ভারতের দাবি, পরিচয় প্রকাশ করায় তাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।
ওই আট কর্মকর্তার বিরুদ্ধে অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে দেয়ার মাধ্যমে বিশ্বে পাকিস্তানের ইমেজ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ওই কর্মকর্তারা নাকি পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টিতে মদদ দিচ্ছিলেন। পাশাপাশি নিজেদের অধিকারের বাইরের বিষয়েও প্রভাব খাটানোর চেষ্টা করেছেন।
এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান সরকার ভারতের পাঁচ কূটনীতিককে বহিষ্কার করার কথা জানায়। গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠায় দিল্লিতে হাইকমিশনে নিযুক্ত ছয় জনকে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান।