নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের শিক্ষার্থী।জানা যায়, মঙ্গলবার রাত ৯টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী রোড সংলগ্ন একটি সরকারি আবাসিক কোয়ার্টারে নির্যাতনের শিকার হন আসাদ। প্রায় এক বছর যাবত পলাশী সরকারি কোয়ার্টারে ভাড়া থাকেন তিনি।
নির্যাতনের বিষয়ে আসাদুজ্জামান জানান, তালাবদ্ধ রুম থেকে আমার ল্যাপটপ চুরি হয়েছে, তাই আমি বিষয়টি বাড়িওয়ালাকে জানাই। তার ছেলের কাছে রুমের বিকল্প চাবি ছিল। তার ছেলেকে সন্দেহ করায় তিনি রেগে যান। তার দুই ছেলে আমাকে আটকে রেখে নির্যাতন করে রাতভর। ‘জঙ্গি’ আখ্যা দিয়ে ফাঁসিয়ে দেয়া হবে বলে হুমকি দেন।
এ অবস্থায় গুরুত্বপূর্ণ কাগজ ও বই ওই বাড়িতে থাকা সত্ত্বেও তিনি সে বাসায় যেতে পারছেন না বলে জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িওয়ালা মহিউদ্দিন অবৈধভাবে বাড়িভাড়া দিয়ে বছরের পর বছর অর্থ উপার্জন করছেন। বিষয়টি সরকারিভাবে পুরোপুরি নিষেধ থাকলেও গণপূর্ত মন্ত্রণালয়ে কর্মচারী হওয়ার সুবাদে এভাবে আবাসিক ব্যবসা করে আসছেন।
হামলার বিষয়ে বাড়িওয়ালা মহিউদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এই নির্যাতনের বিষয়ে লালবাগ থানায় মামলা করেছে আসাদুজ্জামান। মামলার বিষয়টি বিবার্তাকে ফোনে নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।