নিউজ ডেস্ক : ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের স্রোত বাড়ছে। যানজট এড়াতেদ্রুত ঢাকায় ফিরছেন অনেকে। তাই রাজধানীতে ধীরে ধীরে বাড়ছে কর্মজীবী মানুষের ভীর। যাওয়ার পথে অসহনীয় ভোগান্তি থাকলেও ফেরার পথে তেমন সমস্যা নেই বললেন যাত্রীরা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরের আলো ফোটার আগেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আসতে থাকে উত্তর এবং উত্তর-পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে আসা বিভিন্ন ট্রেন। প্রতিটি ট্রেনেই ঈদের ছুটিতে বাড়ি যাওয়া মানুষের ভীড়। একই অবস্থা সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালেও।
ঈদের সরকারি ছুটি শেষ হয়েছে বুধবার। বৃহস্পতিবার অফিস-আদালত খুললেও ছিলো ঢিলেঢালা ভাব। শনিবার খুলছে বেসরকারি অনেক প্রতিষ্ঠান। নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে হবে; তাই কর্মস্থলে ফিরে আসছে রাজধানীর কর্মজীবী মানুষেরা।
স্বজনদের সঙ্গে দু’টো দিন বেশি কাটাতে শুক্র-শনি সাপ্তাহিক ছুটির সঙ্গে অনেকে যুক্ত করেছেন বৃহস্পতিবারের ঐচ্ছিক ছুটি। কিন্তু যাদের সে সুযোগ নেই, তাদের ফিরতে হয়েছে প্রতিদিনের রুটিনে।
দু’এক দিনের মধ্যে হাজারো যানবাহন আর লক্ষ মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে ঈদের ফাঁকা ঢাকা।