২৬শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ১১ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


‘নূর চৌধুরীকে ফিরিয়ে আনার আলোচনা চলছে’


Amaderbrahmanbaria.com : - ২২.০৯.২০১৬

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত আনার আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।


তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অন্যতম নূর চৌধুরীর অভিবাসন চুক্তি কানাডা সরকার নবায়ন করেনি, যা দেশের জন্য সুখবর। আশা করি, খুব দ্রুত আলোচনা করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর উপায় খুঁজতে সম্মত কানাডা। গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়।’

তিনি আরো বলেন, ‘দুদেশের কর্মকর্তারা আলোচনার মাধ্যমে নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফেরত পাঠানোর উপায় বের করবেন। আলোচনার লক্ষ্য হবে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের জন্য নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close