২৬শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ১১ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 4 » সন্ত্রাসবাদের অভিযোগ: মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ী আটক


সন্ত্রাসবাদের অভিযোগ: মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ী আটক


Amaderbrahmanbaria.com : - ২২.০৯.২০১৬

নিউজ ডেস্ক : তথাকথিত ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক বাংলাদেশীসহ চারজনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ।

গত ২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পুলিশের অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার।

আটকদের মধ্যে বাংলাদেশী ওই ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি ছিল। তাকে ২ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

আটক বাকি তিনজনের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক। আর বাকি দু’জন নেপালি ও মরক্কোর নাগরিক। তাদেরও নিজ দেশে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের আইজি খালিদ আবু বকর জানিয়েছেন, আটক বিদেশীদের সবাইকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত দু’জনের আইএস সম্পৃক্ততা পাওয়া গেছে।

আটক বাংলাদেশীর বয়স ৩৭ বছর। তিনি একটি আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের সন্দেহভাজন অস্ত্র পাচারকারী। গত ১৯ আগস্ট তাকে আটক করা হয়।

খালিদ আবু বকর বলেন, আটক বাংলাদেশী নাগরিক একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। গত ২ সেপ্টেম্বর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অপর দুই বিদেশী নাগরিকের একজন নেপালি ও অপরজন মরক্কোর নাগরিক। নেপালি নাগরিক মালয়েশিয়ায় বিনোদন সংক্রান্ত ব্যবসা পরিচালনা করতেন। তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্যদের জন্য ভ্রমণ সংক্রান্ত ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়।

আর ২৬ বছর বয়সী মরক্কোর নাগরিককে জঙ্গি সংগঠন আইএসের সদস্য সন্দেহে আটক করা হয়েছে। তিনি এরআগে সিরিয়ায় প্রবেশের অপচেষ্টার দায়ে তুরস্কে আটক হয়েছিলেন।

সেখান থেকে মুক্তি পাওয়ার পর গত মে মাসে মালয়েশিয়ায় আসেন। ২ আগস্ট আটকের পর ২১ সেপ্টেম্বর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া আটক ৩৪ বছরের মালয়েশীয় নাগরিক একজন ব্যবসায়ীর গাড়িচালক ছিলেন। তিনি নিজের ফেসবুকে অ্যাকাউন্টে আইএসের পক্ষে প্রচারণা চালাতেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close