সোমবার, ২৯শে অক্টোবর, ২০১৮ ইং ১৪ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

চারজনের শরীরে বেঁচে থাকবেন অমিত

নিউজ ডেস্ক।। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন ডেথ হয় অমিতের। মৃত্যুর পর চিকিৎসকরা তার দেহের কিছু অংশ নিয়ে চার ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করে তাদের বাঁচিয়ে তুলেন।

বৃহস্পতিবার রাত ১০টায় ভারতের কলকাতা শহরের অ্যাপোলো ও এসএসকেএম হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের এ ঘটনা ঘটে।

১৪ অক্টোবর রাতে মোটরবাইকে চড়ে বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অমিত মুখোপাধ্যায়। কিন্তু কলকাতার উল্টোডাঙ্গার কাছে তার বাইক দুর্ঘটনার কবলে পড়ে। মাথায় গুরুতর আঘাত নিয়ে অমিতকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। কোমায় চলে যান অমিত। বৃহস্পতিবার চিকিৎসক অমিতের বাবাকে জানান, ছেলের ব্রেন ডেথ হয়েছে। এরপরেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার রাতে গ্রিন করিডর করে এসএসকেএমে নিয়ে আসা হয় অমিতের একটি কিডনি। অ্যাপোলো হাসপাতালে রাতে অমিতের আর একটি কিডনি, হার্ট ও লিভার প্রতিস্থাপন করার প্রক্রিয়া শুরু হয়।এছাড়াও তার ত্বকও সংরক্ষণ করা হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ব্রেন ডেথ এরপর তার একটি কিডনি পেয়েছেন এসএসকেএম হাসপাতালের ভর্তি সৈকত সাঁধুখা। যাদবপুরের বাসিন্দা সৈকত দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। তার মা কিডনি দিতে চেয়েছিলেন ছেলেকে। কিন্তু তার কিডনিতে পাথর থাকায়, তা সম্ভব হয়নি। সৈকতের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। অমিতের কিডনি সফলভাবে প্রতিস্থাপন হয়েছে তার শরীরে। তবে এখনই সম্পূর্ণ বিপদমুক্ত বলা যাবে না তাকে।

অ্যাপোলো হাসপাতালে অমিতের হৃদযন্ত্র পেয়েছেন অণিমা নস্কর।লিভারপেয়েছেন মনোজকুমার হেলা এবং আর একটি কিডনির গ্রহীতা হলদিয়ার শঙ্করলাল যাদব। শুক্রবার দুপুর পর্যন্ত প্রত্যেকের অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে। অ্যাপোলো হাসপাতালেও সফল ভাবে অঙ্গপ্রতিস্থাপন হয়েছে। তবে প্রত্যেকের শরীর এখন স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতালে এই প্রথম সফলভাবে হৃদযন্ত্র প্রতিস্থাপন হল। উৎস: বাংলাদেশ জার্নাল