ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা: খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের ( ঢাকামেট্রো ট-১৪-০৩২১) ধাক্কা লেগেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নওয়াপাড়ার পাঁচকবর নামকস্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাকের বডি রেললাইনে আটকে যাওয়ায় সকাল ৮টা থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নওয়াপাড়া রেল স্টেশন মাস্টার মহসীন রেজা বলেন, ইতোমধ্যে রেললাইন ক্লিয়ারের কাজ শুরু হয়েছে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, আর আধা ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে এই দুর্ঘটনার কারণে সকাল থেকে চলাচল করতে পারছে না রূপসা, চিত্রা, রকেট মেইল এবং বেনাপোল থেকে কমিউটার ট্রেন।