সোমবার, ২৯শে অক্টোবর, ২০১৮ ইং ১৪ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

পা মচকে যাওয়ার পরও দৌড়! (ভিডিও)

অনলাইন ডেস্ক : একটা দৌড় মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা হয়ত বোঝা যাবে জাপানি ম্যারাথন রানার রেই লিডাকে দেখলে। ‘কখনো হার মানব না’ বত্ব নিয়ে পা মচকে পড়ে যাওয়ার পরও ম্যারাথনের রিল দৌড়ে শেষ করেছেন এই অ্যাথলেট।

জাপানের ম্যারাথন রান ইওয়াতানি সাঙ্গো কর্পোরেট রেসে অংশগ্রহণ করেছিলেন ১৯ বছর বয়সী এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। রিল শেষ করার আগে হঠাৎ তার পা মচকে যায়। কিন্তু থেমে থাকেননি রেই লিডা। হামাগুড়ি দিয়ে দৌড়াতে থাকেন। রিলের ট্র্যাকে হাটু ছিলে রক্ত গড়িয়ে পড়তে থাকে। এভাবেই শেষ করেন নিজের ম্যারাথন।

এই ঘটনা আবার ভিডিও করেন থম লুকাস নামে এক ব্যক্তি। পরে সেটি শেয়ার করেন সামাজিক ভিডিও মাধ্যম ইউটিউবে। মুহুর্তেই ভাইরাল হয় ভিডিওটি। অনেকেই প্রশংসা করেন রেই লিডার।

লিডার ম্যারাথন দৌঁড় শেষ হলে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ক্ষত সারতে চার মাস সময় লাগবে।