সোমবার, ২৯শে অক্টোবর, ২০১৮ ইং ১৪ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

দুষ্ট লোক ইভিএমের ক্ষতি করার চেষ্টা করবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা বলেছেন, ‘দুষ্ট লোক ইভিএমের ক্ষতি করতে চেষ্টা করবে। প্রশাসনের কাজ হবে সেটা প্রতিহত করা। সেভাবে জনবল গড়ে তোলা হবে।’

শনিবার বেলা সোড়ে ১১টায় খুলনায় মহানগরীর পাবলিক হল (জিয়া হল) চত্বরে তিনি একথা বলেন।

নূরুল হুদা বলেন, নির্বাচন পদ্ধতিতে আমাদের দেশে কী না হয়। সে অবস্থার উন্নতির লক্ষ্যে এই ইভিএম। যা সবার সহযোগিতায় চালু হবে। বিভিন্ন দেশে এটা সফলভাবে চালু আছে। বিভিন্ন মাধ্যমে জনতাকে বোঝানোর পরই এ ইভিএম চালু হবে।

তিনি বলেন, ‘ইভিএম গ্রহণযোগ্য অবস্থায় নিতে প্রচার চালানো হচ্ছে। ইভিএম ক্ষতিকর কোনও পদ্ধতি নয়। বরং সময় ও অর্থ সাশ্রয়ী। ভোটারদের সচেতনতা জরুরি।’

এদিকে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৮টি অঞ্চল খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট প্রদানের প্রদর্শনী হচ্ছে আজ। এর অংশ হিসেবে খুলনায় এই মেলার উদ্বোধন করেন এ কে এম নূরুল হুদা। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়। তবে শুধু নির্দিষ্ট এলাকার ভোটাররা ভোট দিতে পারছেন।

খুলনায় ইভিএম মেলায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সেখানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। নির্বাচন কমিশনের আয়োজনে এ মেলায় ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

মহানগরীর ১৮, ১৯ ও ২১নং ওয়ার্ডের চারটি এলাকার ৭ হাজার ৩৯ জন ভোটার ইভিএমে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ভোট গ্রহণের জন্য ১৪টি কক্ষ রয়েছে। রয়েছে ১৫ সেট ইভিএম মেশিন। স্টল রয়েছে ১২টি। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।