বুধবার চালু হচ্ছে পদ্মাসেতুর ৯ গুণ বড় সেতু
চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সেতু। ৫৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি হংকং ও ম্যাকাওকে চীনের ঝুহাই শহরের সঙ্গে যুক্ত করবে। আগামীকাল মঙ্গলবার সেতুটির উদ্বোধন করবেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।আগামী বুধবার বিশ্বের দীর্ঘতম এই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এটি বাংলাদেশে নির্মানাধীন পদ্মাসেতুর চেয়ে নয় গুণ বড়। পদ্মাসেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫০ কিলোমিটার।
বার্তা সংস্থা আইএনএসের খবরে বলা হয়, নয় বছর আগে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০১৬ সালে নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে সময় বিলম্বিত হয়।সেতুটি চালু হওয়ার ফলে চীনের ১১টি শহরসহ হংকং ও ম্যাকাওয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এর ফলে শহরগুলোর মধ্যে তিন ঘণ্টার পথ ৩০ মিনিটেই যাওয়া যাবে। ফলে বেশ স্বাচ্ছন্দে থাকবেন দেশটির মানুষ ও পর্যটকরা।দীর্ঘতম এই সেতুটি নির্মাণ করতে খরচটাও একেবারে কম হয়নি। খাতা কলমের হিসাবে তা ২০ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকার অংকে ৮৫ হাজার কোটির বেশি।