বাংলাদেশের ব্র্যান্ড মূল্য বেড়েছে ২৪ শতাংশ
নিউজ ডেস্ক : বৈশ্বিক ব্র্যান্ড মূল্যসূচকে পাঁচ ধাপ এগিয়ে ৩৯তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এ দেশের ব্র্যান্ড মূল্য গত বছরের চেয়ে ২৪ শতাংশ বেড়ে হয়েছে ২৫৭ বিলিয়ন ডলার। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৪৪তম। আর ব্র্যান্ড মূল্য ছিল ২০৮ বিলিয়ন ডলার। ‘নেশন ব্র্যান্ডস ২০১৮’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনভিত্তিক ব্র্যান্ড ফিন্যান্স। এতে আরো বলা হয়, ২০১৮ সালে এসে বাংলাদেশের ব্র্যান্ড রেটিং ‘এ’। গত বছর ছিল ‘এ-’।
ব্র্যান্ড ফিন্যান্স জানায়, তারা বিশ্বের ১০০ দেশের ব্র্যান্ডের শক্তি ও মূল্য নিরূপণ করেছে। এ ক্ষেত্রে রয়ালটি রিলিফ ম্যাকানিজম পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এ তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। যার ব্র্যান্ড মূল্য ধরা হয়েছে ২৫ হাজার ৮৯৯ বিলিয়ন ডলার। তালিকায় দ্বিতীয় চীন, তৃতীয় জার্মানি, চতুর্থ ইংল্যান্ড এবং পঞ্চম স্থানে রয়েছে জাপান। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নবম স্থানে রয়েছে ভারত। যার ব্র্যান্ড মূল্য দুই হাজার ১৫৯ বিলিয়ন ডলার। ৫০তম স্থানে রয়েছে পাকিস্তান।
যার ব্র্যান্ড মূল্য ১৯৬ বিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়, একটি দেশের ব্র্যান্ড মূল্য নিরূপণের ক্ষেত্রে বেশ কিছু পরিমাপক ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে বিনিয়োগের মূল্যায়ন, সমাজ, পণ্য ও সেবা এবং একটি দেশের জিডিপি। বিনিয়োগের ক্ষেত্রে দেশটির শাসন, বাজার এবং জনগণকে বিবেচনা করা হয়েছে। সমাজের ক্ষেত্রে বিচার বিভাগ, ব্যাবসায়িক অসাধুতা, ভাবমূর্তি, নিরাপত্তা, জীবন মান এবং করপোরেট নীতি চর্চা মূল্যায়ন করা হয়েছে। পণ্য ও সেবার ক্ষেত্রে বাজার, পর্যটন ও শাসন ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে।
ব্র্যান্ড ফিন্যান্সের সিইও ড্যাভিড হেইগ বলেন, একটি দেশের জাতীয় ভাবমূর্তি সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, যা দেশের বিনিয়োগ সম্ভাবনা তৈরি ও বিশ্ববাজারে রপ্তানির ক্ষেত্র তৈরি করে। ব্র্যান্ড ফিন্যান্সের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষ স্বতন্ত্র ব্র্যান্ড মূল্যায়ন ও স্ট্র্যাটেজি কনসালট্যান্সি।