দুদিন আইসিইউতে থাকার পর কেমন আছেন পূর্ণিমা, জানালেন তার স্বামী
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি হয়েছিলেন নায়িকা পূর্ণিমা। দুদিন সেখানে থাকার পর গতকাল বুধবার হাসপাতালের কেবিনে ফিরেছেন পূর্ণিমা। খবরটি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল।ফাহাদ জামাল বলেন, ‘গত রোববার থেকেই পূর্ণিমার শরীর খারাপ করে। পারিবারিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে তাঁর শরীরে ডেঙ্গু জ্বরের ভাইরাস পাওয়া যায়। হঠাৎ করে শরীরের অবনতি হওয়াতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে দুদিন রাখার পর গতকাল তাঁকে কেবিনে পাঠানো হয়েছে।’
পূর্ণিমা ভালো আছেন জানিয়ে ফাহাদ আরো বলেন, ‘আগামী দুই সপ্তাহে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার। আর কোনো ধরনের সংকট নেই বলে জানিয়েছেন ডাক্তার। আজ তাঁকে বাসায় নিয়ে যাব। সবাই দোয়া করবেন তাঁর জন্য। আল্লাহ যেন দ্রুত তাঁকে সুস্থ করে তোলেন।’পূর্ণিমা প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ‘শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে। নায়িকা হিসেবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে যাত্রা শুরু করেন ১৯৯৮ সালে। এ সময় তিনি নবম শ্রেণিতে পড়তেন। ২০১০ সালে ফাহাদের সঙ্গে বিয়ে হয় পূর্ণিমার।