সোমবার, ২৯শে অক্টোবর, ২০১৮ ইং ১৪ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

যে নতুন সুবিধা যুক্ত হল ম্যাসেঞ্জারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেটে কথা বা চ্যাটিংয়ের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ম্যাসেঞ্জার। এবার ম্যাসেঞ্জারে যুক্ত হচ্ছে একটি নতুন সুবিধা। কাউকে খুব জরুরি প্রয়োজন, চ্যাটিং বা লেখার সময় নেই।তাহলে আপনার জন্যই চমৎকার সুবিধা এনেছে ফেসবুক কর্তৃপক্ষ। আর তা হল ভয়েস কমান্ড। ভয়েস কমান্ডে প্রেস করেই আপনার প্রয়োজনীয় কথা পাঠিয়ে দিতে পারবেন।

এই ফিচার চালু হলে ম্যাসেঞ্জারের সাহায্যে যোগাযোগ আরও সহজ হবে। ব্যবহারকারীদের কথা লেখা আকারে উঠবে ম্যাসেঞ্জারে। তারপর সেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া যাবে।প্রযুক্তিভিত্তিক সাইট টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতই ভয়েস কমান্ড ফিচার চালু করতে পারে মেসেঞ্জার। এজন্য ফেসবুক কর্তৃপক্ষ কাজও শুরু করে দিয়েছে।বলা হচ্ছে, ইতোমধ্যে নিজস্ব পরিসরে পরীক্ষামূলকভাবে ভয়েস কমান্ড ফিচার চালু করেছে ফেসবুক। সেখানে সফলতা পাওয়া গেলে সবার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে।

টেক ক্রাঞ্চ বলছে, মেসেঞ্জারে ভয়েস কমান্ড চালু হলে গ্রাহকদের অনেক সময় বাঁচবে।