রবিবার, ২৮শে অক্টোবর, ২০১৮ ইং ১৩ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

দাঁতের সমস্যা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়

স্বাস্থ্য ডেস্ক : উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যতালিকা মেনে চলা যেমন জরুরি তেমনি দাঁতের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকারী। নতুন এক গবেষণা বলছে, যাদের দাঁতের মাড়ি সুস্থ তাদের উচ্চ রক্তচাপের প্রবণতা কম থাকে। তাছাড়া দাঁতে বা মুখগহ্বরে সমস্যা আছে এমন ব্যক্তিরা উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খেলেও অন্যদের তুলনায় তাদের ক্ষেত্রে ওষুধের প্রতিক্রিয়া কম কাজ করে। গবেষণায় আরও দেখা গেছে, হাইপারটেনশনে ভূগছেন এমন রোগী যাদের দাঁতের সমস্যা আছে পরবর্তীতে তাদের উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি থাকে।

গবেষক দলের একজন ইতালির ইউনিভার্সিটি অব লাকুইলারের পোস্ট ডক্টরেট শিক্ষার্থী ডেভিড পাইট্রপালি বলেন, ‘যারা হারপারটেনশনের চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসকদের উচিত রোগীর দাঁতের স্বাস্থ্যের খোঁজ নেওয়া।অন্যদিকে দাঁতের চিকিৎসকেরও রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ রাখা উচিত। বিশেষ করে হৃদরোগজনিত সমস্যা আছে কি-না সেটা জানা প্রয়োজন।’

গবেষণার জন্য ৩ হাজার ৬০০ জন উচ্চ রক্তচাপে ভোগা রোগীর উপর গবেণা চালানো হয়। গবেষণাপত্রটি ‘হাইপারটেনশন জার্নালে’ প্রকাশিত হয়েছে।

এ কারণে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতে দাঁতের স্বাস্থ্যের ব্যাপারে জোর দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া