ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধারকৃত সিন্দুকটি অবশেষে ফাঁকা, মিলল কিছু কাগজ
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে একটি সিন্দুক উদ্ধার করে সদর থানার পুলিশ। উদ্ধারকৃত সিন্দুকটি নিয়ে নানা রকম জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।
রোববার দুপুরে পুলিশ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সিন্দুকটি খোলা হয়। পরে এটির ভিতরে একটি কোম্পানির কয়েক পৃষ্ঠা কাগজ পাওয়া যায়। এঘটনা নিয়ে সিন্দুক খোলার আগ মূহুর্ত পর্যন্ত তার ভিতরে কি আছে, এনিয়ে ছিল নানা রকম কৌতুহল। উৎসুক জনতাসহ সবাই ভেবেছিলেন এতে মূল্যবান কিছু পাওয়া যাবে। এব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা এটি খোলে ভিতরে কাগজ ছাড়া তেমন কিছু পায়নি, আর এটির জব্দ তালিকা তৈরী করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, স্থানীয় লোকজন সিন্দুকটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে এটি উদ্ধার করে আনে। প্রাথমিক প্রর্যায়ে মনে হচ্ছে কোনো দূষ্টকৃতকারীরা এটি ফেলে গেছে। তদন্ততের মাধ্যেমেই বিষয়টি বেড়িয়ে আসবে।