ফেসবুকে শোকের ছায়া
বিনোদন ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শোকের প্রকাশ ঘটিয়েছেন ভক্ত, বন্ধু ও অনুরাগীরা। গতকাল সকালে আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর পরই তার ছবিতে ভরে ওঠে ফেসবুকের নিউজফিড। শুধু বাংলাদেশ থেকেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেসবুকে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অনেকে। জেমস তার স্ট্যাটাসে লিখেন, ‘বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
এই ক্ষতি বাংলা সংগীতের জন্য অপূরণীয়।’ কলকাতার সংগীতশিল্পী অনুপম রায় লিখেছেন, ‘বাচ্চু ভাইয়ের এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।’ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘কখনো চলে গেলে টাইমলাইনজুড়ে টের পাওয়া যায়, মানুষটা কতটা বেশি হৃদয়জুড়ে ছিল। কখনো কখনো তাই না থাকাটাও হয়ে ওঠে থাকার অনেক বড় স্বাক্ষর। মানুষ হয়তো তাই চলে যায়। আরিফ ভাইয়ের মেসেজে ঘুম ভাঙল। তারপর আধা ঘণ্টা চুপচাপ বসে আছি। স্মৃতি আর বর্তমানের ঢেউয়ে হতবিহ্বল। দূরদেশের হোটেলে বসে ফেসবুকের টাইমলাইন দেখে এই কথাগুলোই মনে হলো শুধু। আরও কত কত স্মৃতি আঁকড়ে ধরছে এবং আঁকড়ে ধরছে ভয়।’