শনিবার, ২০শে অক্টোবর, ২০১৮ ইং ৫ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরছেন তামিম!

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে সুরঙ্গা লাকমলের বাউন্সারে কব্জিতে মারাত্মক আঘাত পান বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আঘাত পাবার পর তাকে সরাসরি হাসপাতালেও যেতে হয়। পরে রিপোর্টে জানা যায় তার হাড়ে চিড় ধরা পড়েছে।যার কারণে আগামী ২ থেকে ৩ মাস খেলতে পারবেন না।

এশিয়া কাপ থেকে পরে দেশে ফিরে আসেন তামিম। যান পুনর্বাসনে। কখন মাঠে ফিরবেন তার সুখবর পাওয়া যাচ্ছিলোনা। অবশেষে সুখবর মিলেছে।নির্দিষ্ট সময়ের আগেই ফিরছেন তিনি। সবকিছু ঠিক ঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিরবেন দেশসেরা এই টাইগার ওপেনার।

শেরে-বাংলায় ঘাম ঝরাচ্ছিলেন তামিম। মাঠে দৌড় শেষে চাচা বোর্ড পরিচালক আকরাম খানের কক্ষে প্রবেশ করেন তিনি। সেখানে উপস্থিত সাংবাদিকদের আকরাম খান বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ফিরবে তামিম। তার পুনর্বাসন যেভাবে এগোচ্ছে, তাতে সিরিজের দ্বিতীয় অংশে দেখা যাবে তাকে। দলে ফিরতে সে সবরকম চেষ্টা করছে। ওয়াক-রানের পাশাপাশি খাবারেও নিয়ন্ত্রণ এনেছে ও। চর্বিযুক্ত খাবার খাওয়া কমিয়ে দিয়েছে।

দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে এখন বাংলাদেশে জিম্বাবুয়ে। এই সিরিজের পরই বাংলাদেশে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের সঙ্গে দুই টেস্ট এবং তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। আকরামের ভাষ্য অনুযায়ী, সিরিজের দ্বিতীয় অংশে অর্থাৎ ওয়ানডে সিরিজেই খেলতে দেখা যাবে তামিমকে।

তামিমের হাতে রাবারের একটি রিহ্যাব ক্যাপ পরানো হয়েছে। চার সপ্তাহ পর ক্যাপটি খোলা হবে। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হতে বাকি প্রায় ৮ সপ্তাহ। অনুমিত সময় পর হাতের ক্যাপ খুলতে পারলে পরের তিন সপ্তাহে নেটে ব্যাট করবেন তামিম। তখন হাতে কোনো ব্যথা অনুভূত না হলে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে খেলতে পারবেন তিনি। যদি তা নাও পারেন তাহলে টি-টোয়েন্টি সিরিজে তামিম ফিরবেন তা একরকম নিশ্চিত।

এ জাতীয় আরও খবর

সরকারি চাকরিজীবীদের জন্য চট্টগ্রামে ৪৫৬ ফ্ল্যাট

জেনে নিন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি

বিশ্বকাপে লিটন-রুবেল-মুস্তাফিজে অধিনায়কের আস্থা

লুকা জুভিকের সবচেয়ে কম বয়সে ৫ গোল করে রেকর্ড

প্রথম ওয়ানডের আগে যা বললেন মাশরাফি

পরাজয়টা আমরা খুব বেশি নিতে পারি না: মাশরাফি

গাঁজার জন্য লম্বা লাইন!

টেস্ট র‍্যাংকিংয়ে অজিদের আরও পতন

রোনালদো: সোশ্যাল মিডিয়ার রাজা