২০২০ সালের মধ্যেই কৃত্রিম চাঁদের আলোয় আলোকিত হবে চীন!
২০২০ সালের মধ্যেই চীনে কৃত্রিম চাঁদের আলোয় আলোকিত হবে রজনী। চীনের চেংদু শহরের গৃহীত এই পরিকল্পনায় বলা হয়, শহরের রাস্তায় লাইটের পরিবর্তে স্যাটেলাইটের দৌলতে শোভা পাবে চাঁদোয়ার আলো।
কৃত্রিম এই চাঁদ ১০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে আলো দেবে। চেংদু মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা ইনস্টিটিউটের চেয়ারমান উ চেংফেং বলেন, ‘কৃত্রিম চাঁদ সত্যিকারের চাঁদের চেয়ে ৮ গুণ বেশি উজ্জল হবে।’ তিনি আরো বলেন, ‘কয়েক বছর আগেই এই আলোর প্রতিফলন পরীক্ষা করা হয়েছিলো, যা এখন পুরোপুরি প্রস্তুত। মনুষ্যসৃষ্ট এই চাঁদ সোলার প্যানেলের মত সূর্য থেকে আলো নেবে।’
চীনের স্থানীয় গণমাধ্যম জানায়, কৃত্রিম এই চাঁদের আলোর ফলে বৈদুত্যিক আলোর চাহিদা হ্রাস পাবে, বাঁচবে লাখ লাখ ডলার। এর আগে রাশিয়া ১৯৯৯ সালে সাইবেরিয়ার শহরে এমন প্রকল্প গ্রহণ করে। তবে পরবর্তীতে এই প্রকল্প বাতিল করা হয়। বিজ্ঞানীদের মতে, এই প্রকল্প বাস্তুসংস্থানকে ক্ষতিগ্রস্ত করবে। ইয়ন, টেলিগ্রাফ