আফগানিস্তানে বন্দুক হামলায় পুলিশ প্রধান নিহত, বাঁচলেন যুক্তরাষ্ট্রের কমান্ডার
অনলাইন ডেস্ক : আফগানিস্তানে বন্দুক হামলায় কান্দাহার প্রদেশের পুলিশ প্রধান জেনারেল আব্দুল রাজিক নিহত হয়েছেন। হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যুক্তরাষ্ট্রের সিনিয়র কমান্ডার জেনারেল স্কট মিলার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বন্ধুক হামলাকারী দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কান্দাহার প্রদেশে এক মিটিং শেষে বের হয়ে আসার সময় গুলি চালায় ওই দেহরক্ষী।
হামলায় পুলিশ প্রধান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কয়েকটি গণমাধ্যম। এতে আফগানিস্তানের অন্য এক উর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলেও জানানো হয়।
অন্যদিকে ন্যাটো জানায়, যুক্তরাষ্ট্রের কমান্ডার জেনারেল স্কট মিলার হামলাস্থল থেকে অক্ষত অবস্থায় ফিরতে সক্ষম হয়েছেন। যদিও এতে যুক্তরাষ্টের দুই নাগরিক আহত হন। এই হামলার দায় স্বীকার করেছে তালেবান।
আফগানিস্তান ও আন্তর্জাতিক নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, জেনারেল রাজিককে পেছন থেকে গুলি করা হয়। এসময় তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।
বিবিসির কাবুল প্রতিনিধি সেকান্দার কারমানি বলেন, তালেবানের শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন রাজিক।
প্রাথমিকভাবে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়, হামলাকারীও নিহত হয়েছেন। শনিবারের নির্বাচনকে সামনে রেখে আফগানিস্তানে সহিংসতার পরিমাণ বেড়েছে।