শনিবার, ২০শে অক্টোবর, ২০১৮ ইং ৫ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

যারা ঐক্য প্রক্রিয়া করছেন তাদের কোনও ভবিষৎত নেই : অর্থমন্ত্রী

news-image

স্টাফ রিপোর্টার : নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট গঠন নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যারা ঐক্য প্রক্রিয়া করছেন তাদের কোনও ভবিষৎত নেই। তারা জিরো।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে জালালাবাদ গ্যাস কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, আমি আগে বলে আসছি, সব জিরো একসঙ্গে মিললে পরে, ফল জিরোই হবে। তিনি বলেন, তবে বিএনপি যদি নির্বাচনে আসে এবং তাদের ড. কামাল ও বদরুদ্দোজারা সমর্থন দেন, তাহলে তাদের একটা এগজিসটেন্স হবে, আদারওয়াইজ তারা নন এগজিসটেন্স গ্রুপ।

আগামী ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্য ফ্রন্টের সমাবেশে পুলিশি অনুমতি না পাওয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কেন পুলিশ অনুমতি দিলনা আমার বোধগম্য নয়। এটা দিলেও যে কোনও ক্ষতি হবে সেটা আমার মনে হয়না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এহসানুল হক পাটওয়ারী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনসহ অনেকে।