৪৭ আরোহী নিয়ে মাঝ সমুদ্রে বিমান
আন্তর্জাতিক ডেস্ক: বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির। কিন্তু আচমকাই নামতে শুরু করে মাঝ সমুদ্রে। যাত্রীরাও বুঝতে পারছিলেন না ঠিক কী হতে চলেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ডুবতে শুরু করে বিমান। তবে অল্পের জন্য শেষরক্ষা পেলেন বিমানের আরোহীরা।
শুক্রবার সাউথ প্যাসিফিকের ছোট দেশ মাইক্রোনেশিয়ায় ওই দুর্ঘটনা ঘটেছে। এয়ার নিউগিনির বিমানটি বিমান বন্দর থেকে উড্ডয়নের পর মাঝ নদীতে নেমে যায়।
মাইক্রোনেশিয়ার ওয়েনোর চুক বিমানবন্দরের মহাব্যবস্থাপক জিমি ইমিলিও বলেন, বিমানবন্দরের এক রানওয়েতে নামার কথা ছিল বিমানটির। কিন্তু তার পরিবর্তে এটি সাগরে নেমে যায়।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। বিমানটিতে ৩৬ যাত্রী ও ১১ জন ক্রু ছিলেন। প্রত্যেককেই ছোট নৌকায় করে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে কেউ গুরুতর আঘাত পাননি।
এয়ার নিউগিনির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আবহাওয়া খুবই খারাপ ছিল। ভারী বৃষ্টিপাতের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।
এক যাত্রী জানিয়েছেন, বিমানের একটি ছিদ্র দিয়ে পানি ঢুকতে শুরু করেছিল। উদ্ধারকারী দল পৌঁছানোর আগে কোমর পর্যন্ত পানি জমে গিয়েছিল কেবিনের মধ্যে।