আহভাজ হামলার জন্য প্রেসিডেন্ট রুহানি দায়ী: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্যের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সাম্প্রতিক হামলার জন্য প্রেসিডেন্ট হাসান রুহানির নীতিকে দায়ী করেছে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি প্রেসিডেন্টকে বলেন, ‘আয়নার দিকে তাকান।’
শনিবার আহভাজ শহরে রক্তক্ষয়ী হামলায় ২৫ জন নিহত হবার পর যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট হাসান রুহানি। ওই হামলার জন্য প্রকারান্তরে তিনি যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছিলেন। জবাবে মার্কিন দূত বলেন, প্রেসিডেন্ট রুহানি ‘তার দেশের জনগণের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালাচ্ছেন’ এবং এ কারণেই এই হামলা হয়েছে।’
রোববার মার্কিন সংবাদ মাধ্য সিএনএন’কে নিকি হ্যালি বলেন, তিনি (রুহানি) দীর্ঘদিন ধরে ইরানের লোকজনের ওপর নির্যাতন চালাচ্ছেন। তাদের মৌলিক চাহিদাগুলোকে অবজ্ঞা করে সব অর্থ নিজের সামরিক বাহিনীর পিছনে ব্যয় করছেন। তার এখন নিজের দেশের জনগণের দিকে নজর দেয়া উচিত।’
তিনি আরো বলেন, তিনি চাইলেই আমাদের বিরুদ্ধে দোষারোপ করতে পারেন। কিন্তু আমি মনে করি এখন তার আয়নার দিকে তাকান উচিত। সেখানে তাকালে তিনি নিজের সমস্ত কর্মকাণ্ড দেখতে পাবেন।’
এর আগে প্রেসিডেন্ট রুহানি শনিবারের হামলার যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট আরব দেশগুলোকে দোষারোপ করে বলেছিলেন, তারা ইরানে সরকার বিরোধী জাতিগত গোষ্ঠীগুলোকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিচ্ছে।…কিন্তু আমাদের জনগণ এবং সরকার আমেরিকাকে মোকাবেলা করতে প্রস্তুত। আমরা এই পরিস্থিতিকে (নিষেধাজ্ঞা) জয় করে নিতে পারব। আর আমেরিকা তখন ভুল পথ বেছে নেওয়ার জন্য পস্তাবে।’
তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে তেহরান ছেড়ে যাওয়ার আগে এসব কথা বলেন।
চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন রুহানি।
এদিকে আহভাজ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) ও আহভাজ ন্যাশনাল রেসিস্ট্যান্স নামের দুটি আরব জঙ্গি গোষ্ঠী।
আইএসের নিজস্ব সংবাদ মাধ্যম আমাক এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ইরানের রেভ্যুলেশনারি গার্ডের পোশাকে তিন ব্যক্তি গাড়ি থেকে নামছে। সম্ভবত তারাই ওই কুচকাওয়াজে হামলা চালায়। তবে ভিডিওতে তারা হামলা সম্পর্কে কিছু না বললেও জিহাদের গুরুত্ব বর্ণনা করেছে।
শনিবার ইরানের ওই শহরে রেভল্যুশনারি গার্ড বাহিনীর কুচকাওয়াজে বন্দুক হামলা চালায় চার ব্যক্তি। এতে গার্ড বাহিনীর ১২ সদস্যসহ মোট ২৫ জন নিহত হয়েছে। সূত্র: বিবিসি