অবেশেষে টনক নড়ল ইসির
একদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীদের মহড়ায় মানুষের দুর্ভোগ পোহানোর পর অবশেষে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।আচরণবিধি প্রতিপালনে ব্যবস্থা নিতে উপজেলায় একজন করে নির্বাহী হাকিম নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সোমবার চিঠি পাঠিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।
সেই সঙ্গে তফসিল ঘোষণার পর প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তির মিছিল-মহড়া বন্ধে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।ইসি সূত্র জানায়, আইজিপিকে দেয়া চিঠিতে আচরণ বিধিমালা ৮ লঙ্ঘন হচ্ছে জানিয়ে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।আচরণ বিধির ৮ ধারায় বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ কোনো ধরনের শোডাউন করতে পারবে না।
মনোনয়নপত্র দাখিলের সময় মিছিল কিংবা শোডাউন করা যাবে না। নির্বাচনী প্রচারে হেলিকপ্টার ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা রয়েছে এ ধারাতে।আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ছয় মাস কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া রাজনৈতিক দল বিধি লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।যদিও শনিবার দলগুলোর মনোনয়নপত্র বিক্রি উপলক্ষ্যে বিশৃঙ্খলার বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘রাজনৈতিক দলগুলো একটি এরিয়ার মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করছে। এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে মনে হয় না।’
জানা গেছে, একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ সোমবার শেষ হয়েছে। অন্যদিকে সোমবার থেকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। জাতীয় পার্টির ফরমও বিতরণ চলছে। এমন পরিস্থিতিতে এমন নির্দেশনা দিতে যাচ্ছে ইসি।সূত্র: বাংলাদেশ জার্নাল