তিন ক্রিকেটার পেলেন ট্যাক্স কার্ড
স্পোর্টস ডেস্ক : এ বছর সর্বোচ্চ করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পেয়েছেন ১৪১ জন। এর মধ্যে খেলোয়াড় ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিনজন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্ড দেয়া হয়।
সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের হাতে ট্যাক্স কার্ড তুলে দেন।
এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন উপস্থিত ছিলেন।
খেলোয়াড় ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পান সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের জেলা পর্যায়ে ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ কর দেয়া ৩৭০ জন এবং দীর্ঘমেয়াদে কর প্রদানকারী ১৪৫ জনসহ মোট ৫১৫ জন করদাতাকে সম্মাননা দেয়া হয় বলে অনুষ্ঠানে জানানো হয়। সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো তাদের সম্মাননা দেবে।
এ জাতীয় আরও খবর

দীপিকা-রণবীরের বিয়ের ছবি নিয়ে ভারতীয় মন্ত্রীর কৌতুক

ঢাকা টেস্টে বিশাল জয় পেলো বাংলাদেশ

হোল্ডারের ইনজুরি, টাইগারদের বিপক্ষে ক্যারিবীয়দের নয়া অধিনায়ক

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ (সরাসরি)
