আবারও ইনজুরিতে তামিম
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা জোরদার হওয়ার মধ্যেই ফের দুঃসংবাদ। আবারও ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। হাতের ইনজুরি কাটিয়ে ওঠার আগেই ফের পাঁজরে চোট পেয়েছেন দেশ সেরা ওপেনার।
আগামী ২২ নভেম্বর থেকে উইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তামিম ইকবালের খেলা নিয়ে শংসয় দেখা দিয়েছে।
তামিম ইকবালের ফের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ব্যাটিং অনুশীলন করতে গিয়ে তামিমের পাঁজরে টান লেগেছে। তামিমের আল্ট্রাসনো করা হয়েছে। তাকে আমরা ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকতে বলেছি। এরপর তাকে দেখা হবে। যদি তার পাজরের ব্যথা কমে যায় তাহলে ভালো। আর থেকে গেলে এক্স-রে করাতে হবে।
সবশেষ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা অবস্থায় বাঁ-হাতে চোট পান তামিম। সেই চোট নিয়েই তামিমকে দেশে ফেরত আসতে হয়। তার পর থেকেই পূর্নবাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। হাতের ইনজুরি কাটিয়ে খেলার অপেক্ষায় থাকা তামিম অনুশীলনে ফের চোট পেলেন।