আ.লীগের নির্বাচনী প্রচারণায় নামছেন তারকারা
নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাতে মাঠে নামছেন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়শিল্পীরা। এই তালিকায় চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌসহ রয়েছেন আরও অনেকে। আগামী সপ্তাহ থেকে তারা প্রচারণায় নামবেন।
আজ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রচার কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৈঠকে অভিনয়শিল্পীরা ছাড়া আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী এবং সংসদ সদস্য মমতাজ ও শমী কায়সার।
হাছান মাহমুদ বলেন, ‘অভিনয়শিল্পী, সেলিব্রিটিরা খুব সহসায় আমাদের নির্বাচনী প্রচারণায় বের হবেন। কিছু টিভিসি (টেলিভিশন বিজ্ঞাপন) আমরা তৈরি করে দেব, সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলি তারা শেয়ার করবেন।’
এ সময় চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমরা প্রচণ্ড ভালোবাসি। তিনি আমাদেরকে যে উন্নয়নের ধারা দেখিয়ে দিয়েছেন, এই ধারায় আমরা হাঁটছি। আমার মনে হয়, উনি যদি আগামীতে প্রধানমন্ত্রী না হন, তবে বাংলাদেশ এভাবে এগিয়ে যেতে পারবে না।’
চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বিনোদন দিয়ে আসছি। আমি মনে করি আগামীতে বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তিকে দেখতে চায়, আপনারা যারা নতুন ভোটার আছেন তারা স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিন। কারণ, এই উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমরা কেউ চাই না এদেশটা আফগানিস্তান কিংবা সোমালিয়া হইয়ে যাক।’
নাট্য অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘মনের কথা সব একই। বারবার একই কথা বলার দরকার নেই। আমরা অনেক কোনফিডেন্টলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই নৌকা মার্কার কারণেই। আমরা যখন দেশের বাইরে যায় তখন গর্বের সঙ্গে বলি, আমাদের প্রধানমন্ত্রী দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। একটা মহাসড়কে আমরা যাত্রা করছি, এটার গন্তব্য যেন আরও ভালো জায়গায় চলে যায়। আমরা নৌকার সঙ্গে আছি, ইনশাল্লাহ থাকবো।’