সিসি ক্যামেরার দিকে তাকিয়ে ঘরে ঢুকে ‘চুরি’
নিউজ ডেস্ক।। ঢাকা কলেজের ছাত্র। গ্রামের বাড়ি কুমিল্লায়। অনেক দিন ধরে একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার পর সিদ্ধান্ত নেন, একটি বাসায় উঠবেন। সে অনুযায়ী ১ সেপ্টেম্বর পুরান ঢাকার চকবাজার থানাধীন এলাকার একটি বাসায় ভাড়া নেন।
ভবনের যে ফ্ল্যাটটি আল আমিনসহ অন্যরা ভাড়া নিয়েছিলেন, সেটি ছিল মূলত একটি মেস। সেই মেস থেকে তার শখের দুটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়ে যায়।
ঘটনাটি ঘটে ১৪ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে। চুরি হওয়া মোবাইল ফোন দুটি হুয়াওয়ে নোভা ৩ ও হুয়াওয়ে হনোর ৬ এক্স, যেগুলোর বর্তমান বাজারমূল্য ৫০ হাজার টাকার বেশি। এই ঘটনার পর ওইদিনই চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আল আমিন।
এক সপ্তাহ পার হলেও এখনো হারানো মোবাইলের সন্ধান কিংবা চোরকে খুঁজে পায়নি পুলিশ। কিন্তু আল আমিনের বাসার ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরায় একটি ফুটেজের সন্ধান মিলেছে। সেই ফুটেজের ওপর ভিত্তি করেই চোরকে খুঁজছে পুলিশ।
সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে আছে চোর। ছবি: প্রিয়.কম
সিসি ক্যামেরায় দরজার সামনে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবি: প্রিয়.কম
চুরির ঘটনার বর্ণনা দিয়ে আল আমিন প্রিয়.কমকে বলেন , ‘আমরা চলতি মাসের ১ তারিখে এই বাসায় উঠেছি। বাসায় আমরা মেস করে থাকি। তাই সবাই একসাথেই খাওয়া-দাওয়া করি। এ জন্য একজন কাজের বুয়া প্রতিদিন সকালে এসে আমাদের রান্না করে দিয়ে যায়। ওইদিন (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কাজের বুয়া আমাদের রান্না শেষ করে। আমাদের বাসারই অপর একটি ফ্ল্যাটে রান্না করতে চলে যায়।’
‘কিন্তু উনি ভুলে আমাদের দরজার অটো লকে চাপ দিয়ে যাননি। নিয়ম অনুযায়ী কাজের বুয়া রান্না শেষে দরজার অটো লকে চাপ দিয়ে চলে যায়। এতে দরজাটি অটো লক হয়ে যায়। বুয়া চলে যাওয়ার পরেই চোর বাড়ির ভেতরে প্রবেশ করে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের ফ্ল্যাটের প্রবেশ করে সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়।’
আল আমিন আরও বলেন, ‘চুরির ঘটনার সাথে কাজের বুয়ার কোনো সম্পর্ক আছে কি না, সেটা জানার অন্য আমরা অনেকভাবে চেষ্টা করেছি। তবে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় নাই। এই ঘটনার পরে আমার বাড়ির মালিককে বিষয়টি জানাই।’
‘আমাদের এই পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। বাড়ির মালিক ওই সময়ের সিসিটিভি ফুটেজ আমাদের দেখায়। সেখানে দেখা গেছে, কীভাবে চোর ভেতরে এসে মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে।’
ওইদিন সকালের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ফরমাল প্যান্ট ও শার্ট পড়া এক যুবক বাসার সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসেন। এরপর তিনি আল আমিনদের ফ্ল্যাটের দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি আশপাশে বেশ ভালোভাবে তাকাচ্ছিলেন। ঘরে প্রবেশের আগে ওই যুবককে দরজার পাশে লাগানো সিসিটিভির দিকে কয়েক সেকেন্ড তাকাতে দেখা যায়। সিসি ক্যামেরা লাগানো দেখার পরও তাকে ঘরে ঢুকতে দেখা যায়।
পুলিশের ভাষ্য : এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘হারানো মোবাইলগুলো ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধানের চেষ্টা করা হচ্ছে। আর ভিডিও ফুটেজে দেখতে পাওয়া ওই ব্যক্তি সম্পর্কেও খোঁজ-খবর করা হচ্ছে। ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া গেলে ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ উৎস: প্রিয়.কম