ওয়াসিম আকরামের মুখে মাশরাফি বন্দনা; ভারতের প্রশংসা
স্পোর্টস ডেস্ক : খুব কাছে গিয়েও আবারও এশিয়া কাপের শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। শেষ বলের লড়াইয়ে ভারতের কাছে ৩ উইকেটে হেরে রানার্সআপ হয়েও ক্রিকেটবিশ্বের টুপি খোলা অভিনন্দন আদায় করে নিয়েছে মাশরাফি বাহিনী। বীরেন্দ্র শেবাগের মতো টাইগারদের বড় সমালোচকেরাও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বসে নেই পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামও।
ভারতের কাছে দুইবার এবং বাংলাদেশের কাছে একবারের দেখায় পরাজিত হয়ে এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের। এ নিয়ে দেশটির ক্রিকেটাঙ্গণে চলছে তীব্র সমালোচনা। সরফরাজ আহমেদের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। যাতে যোগ দিয়েছেন সাবেক লিজেন্ডরাও। ওয়াসিম আকরাম তো আগামী বিশ্বকাপে পাকিস্তানের কোনো আশাই দেখছেন না।
এএফপিকে দেওয়া এক সাক্ষাতকারে আকরাম বলেছেন, ‘ভারত প্রমাণ করেছে, তাদের অগ্রযাত্রা থামানো যাবে না। তারা অনেক বড় পরিসরে ক্রিকেটকে নিয়ে যাচ্ছে। আইপিএলের মতো ঘরোয়া লিগে প্রচুর টাকা বিনিয়োগ করছে, যা তাদের ক্রিকেটে অনেক বড় ভূমিকা রাখছে। আগামী বিশ্বকাপে ওরাই এশিয়ার আশা।’
আকরাম ভারতের পাশাপাশি বাংলাদেশ ও আফগানিস্তানকে নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন। পেস কিংবদন্তি বলেছেন, ‘আমি আশা করি পাকিস্তান ফিরে আসার পথ খুঁজে পাবে। অন্যদিকে বাংলাদেশের আছে মাশরাফি বিন মুর্তজার মতো অনুপ্রেরণাদায়ী একজন অধিনায়ক। আফগানিস্তানও ইদানিং ভয়ংকর হয়ে উঠেছে। টিকে থাকতে হলে পাকিস্তানকে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই উন্নতি করতে হবে।’