ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামির পর পালিয়েছে ১,০০০ বন্দি
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর দেশটির বিভিন্ন কারাগার থেকে পালিয়েছে প্রায় এক হাজারেরও বেশি বন্দি।
দেশটির ডিরেক্টরেট জেনারেল অব কারেকশনস’র বরাত দিয়ে রুশ গণমাধ্যম ‘আরটি’ জানিয়েছে, ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক থাকায় তিনটি কারাগার থেকে পালাতে পেরেছে এসব বন্দি।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, এখনও প্রায় ১২০০ থেকে ১৪০০ বন্দি নিখোঁজ আছে।
দেশটির বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা স্রি পুগুহ উটামি বলেন, ভূমিকম্পের ভয়ে এসব বন্দিরা পালিয়েছে।
এদিকে সোমবার দেশটির ‘টিম অব কুইক অ্যাকশনের(এসিটি) ভাইস প্রেসিডেন্ট ইনসান নুররহমান জানিয়েছেন, বিভিন্ন জায়গায় মারা যাওয়া মানুষের সংখ্যা এক হাজার ২০৩ এ পৌঁছেছে। এদের মধ্যে পেটোবো’তে ৭০০, উইরাবুয়ানা হাসপাতালে ১০, উনডাটা হাসপাতালে ২০১, মেসজিদ রায়া মস্কে ৫০, ভায়াংকারা হাসপাতালে ১৬১, টাওয়েলি উপজেলায় ৩৫, কায়ুমালুই পাজেকো গ্রামে ২, কাওয়াটুনা গ্রামে ৫, পস পল পিপি’তে ৭ এবং মাদানি হাসপাতালে ৩২ জন মারা গেছেন।
তিনি আরও জানান, ৬১ জন বিদেশি নাগরিক এখনও নিখোঁজ এবং বিভিন্ন হাসপাতালে ৫৪০ জনের মতো মানুষ গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন আছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আঘাত হানে শক্তিশালী সুনামি। ১৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।