বৃহস্পতিবার, ৪ঠা অক্টোবর, ২০১৮ ইং ১৯শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

এশিয়া কাপের ফাইনালে মাতাল ছিলেন রবি শাস্ত্রী!

এশিয়া কাপের ১৪তম আসরের পর্দা নেমেছে গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) কিন্তু রোমাঞ্চ ছড়ানো ফাইনাল শেষে নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হচ্ছেন শাস্ত্রী। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে ভারতীয় সমর্থকদের তুমুল হাসি-তামাশা। কী করেছিলেন শাস্ত্রী, যে এভাবে ব্যঙ্গ করা হচ্ছে শাস্ত্রীকে?

ঘটনার সূত্রপাত, এশিয়া কাপের ফাইনালের দিন। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ বলে জয় তুলে নেওয়ার পর সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে ধারাভাষ্যকার কেভিন পিটারসেন সাক্ষাৎকার নিতে ডাকেন শাস্ত্রীকে। টিভি পর্দায় তখন দেখানো হচ্ছিল, পিটারসন ও ভারতীয় কোচের সেই সাক্ষাৎকার।

এ সময় শাস্ত্রীকে দেখে মনে হচ্ছিল মদ্যপান করেছেন তিনি। চোখ ছিল ঢুলুঢুলু। ওই সাক্ষাতকারের একটি স্ক্রিনশট মুহূর্তেই ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। শুরু হয় তুমুল ঠাট্টা-তামাশা, যা এশিয়া কাপের পর্দা নামার তিনদিন পরও থামেনি। শাস্ত্রীকে মাতাল ভেবেই সামাজিক যোগাযোগেরমাধ্যমগুলো ছেয়ে গেছে কাল্পনিক কথোপকথন ও সরস মন্তব্যে।

যেমন কেউ কেউ বলছেন, সে সময় পিটারসন জিজ্ঞেস করেছিলেন, ‘ম্যাচের কোন শটটা সব থেকে ভাল ছিল!’ জবাবে শাস্ত্রী নাকি বলছেন, ‘ওই যে যেটা রাহুল শেষ বার বানিয়ে দিল।’

আবার আরেকটি কথোপকথন দেখা যায় এরকম – পিটারসন জিজ্ঞেস করেছেন, ‘কেমন বোধ করছেন শাস্ত্রী? জবাবে ভারতীয় কোচ বলছেন, বমি বমিও লাগছে!’

আবার আরেকটি কথোপকথন ছিল এমন – পিটারসন বলছেন, ‘অসাধারণ একটি ফাইনাল ছিল। জবাবে শাস্ত্রী বলেন, তাই নাকি? হাইলাইটস দেখতে হবে তাহলে!’

এ ছাড়া নানা ধরনের ক্যাপশনও দেখা গেছে শাস্ত্রী-পিটারসনের সেই ছবি নিয়ে। যেমন – চার বোতল ভদকা (হিন্দি গান) গানের দৃশ্যে ভারতীয় কোচ রবি শাস্ত্রী! কেউ কেউ লিখেছেন, ফাইনাল জেতার আগেই পার্টি শুরু করে দিয়েছিলেন শাস্ত্রী। আবার কেউ কেউ লিখেছেন, ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ হারার দুঃখে বোতল থেকে মুখই সরাতে পারেননি তিনি!

এ জাতীয় আরও খবর

চিটাগাং ভাইকিংসের আইকন মুশফিক, থাকছেন আরও চারজন তারকা ক্রিকেটার

‘এখন নুপূর আমার স্ত্রী, রবিবার থেকে আবার তোমার…’

এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ

‘অবশ্যই আর্জেন্টিনার হয়ে খেলবেন মেসি’

ডিবিএলই থাকছে চিটাগাংয়ের মালিকানায়

ঘটনা ৩ বছর আগের; লিটন দাসকে নিয়ে ফেসবুকে তোলপাড়

এখনও আসল খেলা দেখাইনি : নেইমার

আঙুলের চিকিৎসায় অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

পাকিস্তানের কাছে ৩০ রানে অলআউট বাংলাদেশ