নিষ্পাপ মুখ , হাতে লেখা ‘পুলিশ কাকু, বাবাকে গুলি করো না!’
‘পুলিশ কাকু, বাবাকে গুলি করো না! গাড়ি থামাতে বললেই বাবা গাড়ি থামিয়ে দেবে।’ শিশুদের নিষ্পাপ মুখ। ব্যস্ত রাস্তায় হাতে প্লাকার্ড নিয়ে দাড়িয়ে আছে। প্লাকার্ডে লেখা রয়েছে এসব কথা।
শুক্রবার ভারতের উত্তর প্রদেশে বিবেক তিওয়ারি নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশের অভিযোগ, গাড়ি থামাতে বললেও তিনি তা করেননি।
ওই ঘটনার পর থেকে গোটা রাজ্যজুড়ে তোলপাড় চলছে। পুলিশের এমন ভূমিকা নিয়ে ফুঁসছে সাধারণ মানুষ। প্রতিবাদে মাঠে নেমেছে শিশুরা।
বিবেকের মতো পরিণতি যাতে আর কারো না হয় সেই বার্তা দিতে পথে নেমেছে শিশুরা। তাদের বার্তা, ‘পুলিশ আঙ্কল, আপ রোকেঙ্গে তো পাপা রুখ যায়েঙ্গে, প্লিজ গোলি মত চালাইয়ে’। গোটা উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়েছে এই বার্তা। সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল।