ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১০ বাংলাদেশী আটক
            ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া  উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গাঘুটিয়া সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১০ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার মাঝরাতে  আটকৃতরা হলেনন, চাপাইনবাবগঞ্জ জেলার (১) মো. আজিজুর রহমান (২২), (২) নয়ন আলী (২৬), (৩) ইমন হোসেন (১৯), (৪) আব্দুল খলিল (১৭) (৫) সেলিম রেজা প্রমুখ।
          
          
          
                গাঘুটিয়া বিজিবি ক্যাম্প সূএ জানান, রাতে বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় ১০ যুবককে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদেরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করলে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য এসেছে বলে স্বীকার করেন।
              
              
              
                ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ল্যা: কর্ণেল মোহাম্মদ গোলাম কবির আটকের বিষয়টি  নিশ্চিত করে বলেন, তাদের থানায় সোর্পদ করা হবে।
              
            