পাবনায় সাংবাদিক হত্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নিন্দা : দোষীদের বিচার দাবী
পাবনায় টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রুত দুর্বৃত্তদের গ্রেফতার ও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবী জানান। একই সাথে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের দাবী জানান।
বিবৃতিদাতারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান।