টাইগারদের ব্যতিক্রমী ক্যাচ প্র্যাকটিস
স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জোরেশোরে চলছে এশিয়া কাপের ক্যাম্প। দ্বিতীয় দিনের সূচিতে ছিল জিম আর ল্ডিং সেশন। জিম সেশনটা নিয়ম মাফিক হলেও ফিল্ডিং সেশনে দেখা গেল ব্যতিক্রমী কিছু। অনেকটা সময় ধরে ক্রিকেটারদের এক হাতে লং ক্যাচ নেওয়া অনুশীলন করালেন কোচ স্টিভ রোডস। এটি তার অভিনব উদ্ভাবন। কিন্তু এক হাতে এত দীর্ঘ সময় ক্যাচ প্র্যাকটিস কেন?
কারণটা বললেন দলের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সামনে আসা মেহেদী হাসান মিরাজ। তরুণ অল-রাউন্ডারের ভাষায়, ‘এক হাতে যদি ক্যাচ নিতে পারি, তাহলে দুই হাতে ধরতে সহজ হয়ে যায়। সেটাই অনুশীলন করছিলাম আমরা। কঠিন ক্যাচ প্র্যাকটিস করলে ম্যাচে ক্যাচিং সহজ হয়ে যায়।’
গত তিন আসরে শিরোপা মিস করা টিম টাইগার এবার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা করেছে শিরোপা জয়ের। চলছে কঠোর অনুশীলন। শুরুতে জোর দেওয়া হয়েছে ফিল্ডিংয়ে। মিরাজ আরও বললেন, ‘অনুশীলনটা কতোটা কঠিন করা যায়, সেই চেষ্টা করছি আমরা। আমাদের সামনে খুব বেশি সময় নেই। অনুশীলনে কঠোর পরিশ্রম করলে ম্যাচে কাজটা সহজ হয়ে যায়। আমরা এখানে যতটুকু সময় পাচ্ছি, সেই সময়টা আমরা কঠোর অনুশীলন করছি।’