‘নির্বাচনের আগে চাকরি থেকে অবসরের বয়স বাড়ছে না’
নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি চাকরি থেকে অবসরের বয়স বর্তমান সরকারের মেয়াদে বাড়ছে না।
সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ালে তার আপত্তি নেই জানিয়ে মন্ত্রী আরো বলেন, অবসরের বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিল। আমি প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু হয়নি। আমার মনে হয় নির্বাচনের আগে (অবসরের বয়স) এটির পরিবর্তন হবে না।
আজ বুধবার সচিবালয়ে অর্থনীতি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
মুহিত বলেন, আমার মতে (সরকারি) চাকরি হওয়া উচিত কনট্রাক্ট বেসিসে। এভরিওয়ান সুড বি গিভেন এ জব ফর টেন ইয়ার্স, ফিনটিন ইয়ার্স… এনি বয়সে।
বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর এবং অবসরের বয়স ৫৯ বছর। জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৫৯ থেকে বাড়িয়ে ৬৫ বছর করার সুপারিশ করেছে।
এ ছাড়াও নির্বাচনকালীন সরকার কবে গঠন করা হবে- জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমার ধারণা অক্টোবর মাসে হবে। ডিসেম্বরে তো নির্বাচন। সো অক্টোবরের মিডেলে হতে পারে।
এই সরকারের সদস্য সংখ্যা কত হবে জানতে চাইলে তিনি বলেন, নো আইডিয়া।