মোসাদ্দেকের ঘটনা নিয়ে চিন্তার সময় নেই : সৌম্য
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ সামনে রেখে শুরু হয়ে গেছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। কোচ স্টিভ রোডসের অধীনে গত ২৭ আগস্ট থেকে চলছে কঠোর অনুশীলন। এর মধ্যেই আবারও নারী কেলেঙ্করির ঘটনা ঘটিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। তার বিরুদ্ধে যৌতুক এবং নির্যাতনের মামলা করেছেন স্ত্রী সামিয়া শারমিন। চারদিকে যখন এই ঘটনা নিয়ে তুলকালাম চলছে, তখন কী ভাবছেন জাতীয় দলের ক্রিকেটাররা?
আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের মুখপাত্র হয়ে সংবাদমাধ্যমের সামনে আসেন ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। শুরুতেই মোসাদ্দেকের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখন যেহেতু ক্যাম্প শুরু হয়ে গেছে, আমরা চেষ্টা করি যার যার নেতিবাচক বিষয় সামনে না এনে ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করতে। যেহেতু এশিয়া কাপ সামনেই, ১৫-১৬ দিন পর। তো সবার চোখ সেখানেই, বড় আসরে কিভাবে ভালো করতে হবে। সেভাবেই অনুশীলন করছে সবাই।’
গত ২৬ আগস্ট রবিবার ময়মনসিংহের একটি আদালতে মোসাদ্দেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন স্বয়ং তার স্ত্রী সামিয়া শারমিন। এরপর থেকে তোলপাড় পড়ে যায়। মোসাদ্দেক স্বীকার করেন, তিনি আগেই নাকি সামিয়াকে ডিভোর্স দিয়েছিলেন। কিন্তু সামিয়ার পরিবার তা অস্বীকার করে। বিষয়টি এখন আদালতে বিচারিক প্রক্রিয়ায় আছে। জাতীয় দলের ক্রিকেটারদের একের পর এক কেলেঙ্কারির ঘটনায় বিব্রত বিসিবি কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
এশিয়া কাপ উপলক্ষে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে দলে আছেন মোসাদ্দেকও। তাকেও দেখা যাচ্ছে নিয়মিত মিরপুরে অনুশীলন করতে। মোসাদ্দেককে নিয়ে আরেকটি প্রশ্নে একটু অধৈর্য্য হয়েই সৌম্য বলেন, ‘ভাই, ১৫ দিন পরে খেলা। সবার চিন্তা এশিয়া কাপ নিয়ে। এসব নিয়ে (মোসাদ্দেক ইস্যু) চিন্তা করার সময়ই কারও নাই।’