ভক্তকে হুমকি দিয়ে বিপাকে সাব্বির
স্পোর্টস ডেস্ক
বরাবরের মত ভয়ডরহীন থাকতেই পছন্দ করেন বাংলাদেশ জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। তবে সেটি মাঠে মানালেও মাঠের বাইরের কৃতকর্মেই বেশি সমালচিত তিনি। বারবার নারী কেলেঙ্কারি, দর্শককে গালি দেওয়া, এমনকি দর্শক পিটানোর দায়ও আছে তার। এতকিছুর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পরেই ফেসুবকের মাধ্যমে দুই ভক্তকেও হুমকি দিয়েছেন সাবির। এই ঘটনার রেশ চলে গেছে বিসিবিতেও। তদন্ত করে প্রমাণিত হলে কঠিন শাস্তি পেতে পারেন সাব্বির।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে মাত্র ১২ করেই সাজঘরে ফিরতে হয়েছে সাব্বিরকে। ৩ রানের হারের কারণে অনেকেই তাই দুষছেন টাইগার এই ব্যাটসম্যানকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চললো এটি নিয়ে আলোচনা -সমালোচনা। শাহরিয়ার নীল নামে এক ব্যবহারকারী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘স্যার ডন সাব্বির রহমান ব্যাডম্যানের দিন দিন এত উন্নতি করাটা বেশ রহস্যময়।’
আরেক ফেসবুক ব্যবহারকারী আরাফাত ভুঁইয়া হৃদয় লেখেন, ‘তুই নিজ দায়িত্বে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নে। তুই ক্রিকেটের জন্য যোগ্য না।’
ক্রিকেটভক্তদের এমন পোস্টে নজর এড়ায়নি সাব্বিরের। তাইতো দুজনকে একরকম চেপে ধরেন সাব্বির। বাবা-মা তুলে বাজে ভাষায় ইনবক্সে গালাগালি করেন। সেই গালাগালির স্ক্রিনশটই এখন ভাইরাল।
বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘খেলোয়াড়, বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড়রা সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের সাথে কেমন ব্যবহার করবে, সে ব্যাপারে আলাদা একটা গাইডলাইন দেওয়া আছে। তাদেরকে বলা আছে, এই মাধ্যমে সমর্থকদের সঙ্গে কথোপকথনে খুব বেশি সতর্ক থাকতে হবে। যেহেতু এটা এখন সবাই জানে (সাব্বিরের ঘটনা), তো বোর্ডের হাতে যখনই এটা আসবে, যদি দেখা যায় সে শৃঙ্খলাভঙ্গ করেছে, তাহলে ডিসিপ্লিনারি কমিটির হাতে ইস্যুটি তুলে দেব আমরা। এরপর তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’