আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’দল গ্রামবাসীর সংর্ষষে আহত-৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে দু’দল গ্রামবাসী সংর্ঘষে আহত হয়েছে অন্তত ৫ জন। ঘটনাটি রবিবার রাতে উপজেলার শরীফপুর গ্রামে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে শাহবুদালী হাজী বাড়ি আব্বাস আলী ও বাইদ্দা বাড়ীর শরিফ উদ্দিনে সাথে র্দীঘদিন যাবৎ মামলা মোকাদ্দমা চলছে। এর জের ধরে রবিবার রাতে শাহবুদালী হাজী বাড়ি আব্বাস আলী ও বাইদ্দা বাড়ীর শরিফ উদ্দিনের সাথে হাতাহাতি হয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে কমপক্ষে ৫ জন আহত হয়। এদের মধ্যে শাহবুদালী হাজী বাড়ি আব্বাস আলী (৬০), আমির হোসেন (৩০), রৌশান আলী (৫৫) ও বাইদ্দা বাড়ীর শরিফ উদ্দিন (৫০) আহত হয়। আহতদের রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এই ব্যাপারে আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম জানান, বিষয়টি আমি জেনেছি। এক পক্ষে অভিযোগ গ্রহন করা হয়েছে। অপর পক্ষ এখনো অভিযোগ দেয়নি।
এ জাতীয় আরও খবর

সাকিবও জানেন না কবে ফিরবেন

ইমরান খানের সঙ্গে ‘মস্তি’ করতে চান গেইল!

বিয়ের তারিখ জানালেন রণবীর ও দীপিকা
