নিজ দেশেই ‘উদ্বাস্ত’ ভারতের নাগরিকরা: মমতা
আসামের জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) নিয়ে সমালোচনায় ফেটে পরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার ওই নাগরিক পঞ্জীর দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশ হতেই কেন্দ্রের বিরুদ্ধে জোড়ালো ভাষায় আক্রমণ চালান মমতা।
সোমবার এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘এই ধরনের তালিকা আসলে লোকজনের ওপর এক ধরনের নির্যাতন।’ এই নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন, ‘এর ফলে নিজ দেশেই ‘উদ্বাস্ত’ হচ্ছে ভারতের নাগরিকরা।’
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, ‘আসলে এটি হচ্ছে একটি ডিভাইড এন্ড রুল পলিসি। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, দেশের মানুষকে এভাবে বিচ্ছিন্ন করে দেবেন না, তাদের রক্ষা করুন।’
সোমবার সকালে আসামে যে খসড়া নাগরিক তালিকা বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) প্রকাশিত হয়েছে সেখানে প্রায় ৪০ লাখ মানুষেরই নাম নেই। এদের সবাই বাংলাভাষী এবং তাদেরকে বহিরাগতের তকমা দিয়ে রাজ্য থেকে বের করে দেয়ার পরিকল্পনা করছে আসাম সরকার। এ নিয়ে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজ্য জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে।
তবে এনআরসির কো-অর্ডিনেটর জানিয়েছেন, এটা শুধুমাত্র চূড়ান্ত খসড়া, চূড়ান্ত তালিকা নয়। যাদের নাম প্রকাশিত হয়নি, তারা অভিযোগ জানানো বা সংশোধনের আবেদন জানাতে পারবেন। ১৯৭১ সালের ২৫ মার্চের আগে থেকে যারা ভারতে রয়েছেন, তাদের নাম, ঠিকানা ও ছবি খসড়া তালিকায় আছে।
এই তালিকার সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘এ ধরনের একটি পদক্ষেপ নেয়ার আগে পশ্চিমবঙ্গের সঙ্গে কোনোরকম আলোচনাও করেনি মোদি সরকার।’
মমতা বরাবরই আসামের এই নাগরিক তালিকার ঘোর বিরোধী। শীঘ্রই তিনি আসামে সাংসদদের একটি দল পাঠাবেন বলে জানিয়েছেন৷ প্রয়োজনে তিনি নিজেই যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
সূত্র: এনডিটিভি