মাশরাফি যে দুর্বলতা কাটাতে বললেন
স্পোর্টস ডেস্ক।। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে নাকানিচুবানি খেয়েছে টাইগাররা। ক্রিকেটের অভিজাত সংস্করণে ক্যারিবীয়দের বিপক্ষে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি তারা। এর আগে ক্রিকেটের নবশক্তি আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে ধোলাই। বাংলাদেশের আকাশ থেকে দুঃসময়ের কালো মেঘ যেন কাটছিলই না।
সেই কালো মেঘকে ভেদ করে পরিস্কার হয়ে গেল বাংলার আকাশ। দুর্দান্ত বিজয় দেখতে পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪৮ রানের দাপুটে জয়। পরের ম্যাচে অদ্ভুতুড়ে ভুলে ৩ রানের বেদনাদায়ক হার। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৮ রানের রোমাঞ্চকর জয়। দুর্দান্তভাবে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে পকেটে পুরা। সব মিলিয়ে ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়। তবু সন্তুষ্ট নন সীমিত ওভারে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা! দলে বহু উন্নতির জায়গা দেখছেন তিনি।
মাশরাফি মনে করেন, ওয়ানডে সিরিজ জয়ে আপাতত দুঃসময় কাটিয়ে ওঠার রসদ মিলেছে। গেল ৩-৪ মাসের পারফরম্যান্স আমলে নিলে এ সিরিজ জয় খুবই দরকার ছিল। সামনে এশিয়া কাপ, তার আগে অবশ্যই তা আমাদের জন্য ভালো হল।
তবে এখনও উন্নতি করার অনেক কিছু দেখছেন অধিনায়ক, সিরিজ জেতা মানেই সব কিছু নয়। বহু জায়গায় উন্নতি করার আছে। যেগুলো আমরা কাটিয়ে উঠতে পারছি না। সেপ্টেম্বরে এশিয়া কাপ। তার আগে সেসব মোটামুটি ঠিক করে ফেলতে পারলেও আমাদেরই লাভ হবে।
উন্নতির জায়গাগুলোও স্পষ্ট ম্যাশের চোখে, ফিল্ডিংটা ভালো হচ্ছে না। জুনিয়ররা জ্বলে উঠছে না। উইকেট থাকার পর স্লগ ওভারে যে রকম রান আসার কথা, আসছে না। জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ফিনিশিং টাচ দিতে পারছি না। প্রথম দিকে দুর্দান্ত বল করার পরও ডেথ ওভারে রান দিয়ে দিচ্ছেন বোলাররা। এসব জায়গাতেই উন্নতি করতে হবে।