ভারত-আমিরাতের ২ হাজার কোটি ডলার বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তাখাতে
নিউজ ডেস্ক।। কৃত্রিম বুদ্ধিমত্তাখাতে ভারত-আমিরাত ২ হাজার কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে এক নতুন অর্থনৈতিক ধারা সৃষ্টির অঙ্গীকার করেছে। বিষয়টি নিয়ে দুটি দেশ একটি সমঝোতা স্বাক্ষর করে। আমিরাতের সংবাদ সংস্থা ওয়াম বলছে দুটি দেশের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা খাত নিয়ে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাবে।
এ প্রসঙ্গে আমিরাতের প্রযুক্তিমন্ত্রী বাগলা বলেন, বুদ্ধিমত্তা বিকাশে ও সমৃদ্ধির জন্যে এ খাত এক বিশেষ ভূমিকা পালন করতে পারে। কাজেই এখাতে সক্ষমতা বাড়াতে তার দেশ ও ভারত একমত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের উন্নয়ন বাণিজ্যখাতে চাঙ্গায় বিশেষ অবদান রাখতে পারে বলেও তিনি গুরুত্বারোপ করেন।
সমঝোতার আওতায় দুটি দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। একই সঙ্গে প্রযুক্তিবিদরা শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ব্যবহারিক ও উৎপাদনের বিষয়টি নিয়ে পারস্পরিক সংলাপ চালিয়ে যাবেন। আরব বিজনেস