বৃহস্পতিবার, ২রা আগস্ট, ২০১৮ ইং ১৮ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

নিজ কেন্দ্রে হেরে গেলেন কামরান

নিজের কেন্দ্রে হেরে গেলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন কামরান। এই কেন্দ্রের ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে ১৩০ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৭৭৬টি ভোট আর নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৬৪৬ ভোট।

এ ছাড়া জামায়াতের প্রার্থী (স্বতন্ত্র) এহসানুল মাহবুব জোবায়ের পেয়েছেন ২৬ ভোট।এছাড়া সিলেটে ইভিএমে ভোট হওয়া দুই কেন্দ্রে এগিয়ে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।এ দুটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহম্মদ কামরান চেয়ে ৭৪২ ভোটে এগিয়ে থাকেন।

সিলেট নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে নারী ও পুরুষ কেন্দ্রে বিএনপির অরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ হাজার ৩০৮ ভোট আর নৌকা প্রতীকের বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫৬৬ ভোট।এছাড়া ওই দুই কেন্দ্রে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের পেয়েছেন ২০০ ভোট।

সিলেট সিটি কর্পোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন নারী ভোটার।

এ জাতীয় আরও খবর

এগুলো কী হচ্ছে? প্রশ্ন সোহেল তাজেরও

নতুন সড়ক পরিবহন আইনে যা আছে

আলোচিত সেই এসপি হারুনকে ডিএমপিতে বদলি

মহাসড়কে বেপরোয়া গাড়ি; টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সেই মিমের বাসায় গেলেন নৌমন্ত্রী শাজাহান খান

মিমের বাসায় গেছে বিএনপির একটি প্রতিনিধি দল