বৃহস্পতিবার, ২রা আগস্ট, ২০১৮ ইং ১৮ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

ফোনে ইমরান খানকে শুভেচ্ছা জানালেন মোদী

ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরানের তেহরিক-ই-ইনসাফ একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে৷ ভোটে আশাতীত ভালো ফল করায় সোমবার তাকে ফোন করে শুভেচ্ছা জানান মোদী৷

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে জানায় , ইমরান খানের সাথে নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে৷ ভোটে তার দল তেহরিক-ই-ইনসাফ ভালো ফল করায় এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে একক বৃহত্তম দল হিসাবে উঠে আসায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী৷ পাকিস্তানে গণতন্ত্র আরও শক্তিশালী হবে ইমরানের কাছে এই আশা প্রকাশ করেন তিনি৷

এর আগে গত ২৮ জুলাই মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভারত চায় পাকিস্তান সমৃদ্ধ হয়ে উঠুক এবং উন্নতির পথে এগিয়ে চলুক৷ প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তি বজায় রাখুক৷ পাকিস্তানের নতুন সরকার দক্ষিণ এশিয়াতে জঙ্গি, সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশ গড়ে তুলতে সহায়ক হয়ে উঠবে সেই আশাও প্রকাশ করে ভারত৷
অপরদিকে ইমরানও ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে৷ তিনি জানান, কাশ্মীর ও বালোচিস্তান নিয়ে পরস্পরকে দোষারোপ করার বদলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে৷ ভারত যদি পাকিস্তানের দিকে বন্ধুত্বের এককদম পা বাড়ায় তাহলে তাঁরাও দু’কদম পা বাড়াবে৷ পাকিস্তান ভারতকে বন্ধু হিসাবে পেতে চায়৷

পাকিস্তানের ২৭২টি আসন বিশিষ্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মধ্যে ২৭০টি আসনের ফল ঘোষণা করা হয়৷ ফল অনুযায়ী ১১৫ টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করে ইমরানের দল৷ তবে বৃহত্তম দল হলেও ম্যাগিক ফিগার (১৩৭) ছুঁতে পারেনি৷ ইমরান দাবি করেছেন প্রয়োজনীয় সংখ্যা তাঁর কাছে আছে৷ তাঁর দলই সরকার গঠন করবে৷ আগামী ১১ অগষ্ট শপথ নেবেন তিনি৷ উৎস: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

এগুলো কী হচ্ছে? প্রশ্ন সোহেল তাজেরও

পরিচালক থেকে ড্রাইভার সবাই যৌন নিপীড়ক

৩ মিটার উঁচু করে দেয়া হয়েছে কাবার গিলাফ (ভিডিও)

মেয়ে প্লেনে চালকের আসনে, যাত্রীসেবায় মা

‘গোল্ডেন ব্লাড’ আছে বিশ্বে মাত্র ৪৩ জনের শরীরে

দুই যুগ কেটে গেল ভালোবাসার বন্ধনে